দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা থানার নতুন অফিসার ইনচার্জ হযরত আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার নেতৃবৃন্দকে নিয়ে শহিদ আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহিদ আসিফ হাসানের আস্কারপুর বাড়ির পাশে দেয়া কবর জিয়ারত করেন ওসি হযরত আলী। এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলার ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, সরকারি কেবিএ কলেজের ছাত্রপ্রতিনিধি আব্দুল্লাহ, ছাত্র আন্দোলনের আরিয়ান রবি-রাকিব হোসেন, ইমরান হোসেন, মুজাহিদ হোসেন, শিমুল হোসেন, ইমরান আলী, সরকারি কেবিএ কলেজের ছাত্রী তাসনুভা আফরিন মিলি, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ছাত্র সাহারিয়ার, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র ইমরান নাজিম প্রমুখ।
এসময় ওসি হযরত আলী শহিদ আসিফ হাসানের পিতা মাতা ও ভাইকে সান্ত্বনা দেন ও শহিদ আসিফের রুহের মাগফেরাত কামনা করেন।