Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ডিপ্লোমা ইন এগ্রিকালচারে  ভর্তি ২৭১, আসন ফাঁকা ১২৯

এখন সময়: সোমবার, ৯ ডিসেম্বর , ২০২৪, ০৪:১১:১৪ পিএম

 

মাসুম বিল্লাহ : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত ডিপ্লোমা ইন এগ্রিকালচার বিভাগে ২৪-২৫ শিক্ষাবর্ষে যশোরে ছয়টি কলেজে আসন সংখ্যা রয়েছে ৪০০ জন । ইতিমধ্যে ভর্তি হয়েছে ২৭১ জন, শিক্ষার্থী ?আসন শুন্য রয়েছে  ১২৯ টি। এসব প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী ডিপ্লোমা এগ্রিকালচার কোর্স করা যায়। কলেজগুলো হচ্ছে  ইছালী  মডেল কলেজ, হিজল ডাঙ্গা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ এগ্রিকালচার এন্ড টেকনোলজি কলেজ, মসিহাটি অক্ষয় ডিপ্লোমা ইন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট, মুক্ত বাংলা সায়েন্স এন্ড এগ্রিকালচার টেকনিক্যাল ইনস্টিটিউট ও ঘোষাল নগর দাখিল মাদ্রাসা ও কারিগরি কৃষি কলেজ। ইছালী মডেল কলেজে আসন সংখ্যা ৫০ ভর্তি হয়েছে ৫০ টি ।  হিজল ডাঙ্গা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজের আসন সংখ্যা রয়েছে দুই শিফটে ১৫০, তার মধ্যে ভর্তি হয়েছে ১০৬জন,  ৪৪আসন শূন্য রয়েছে।  জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ এগ্রিকালচার এন্ড টেকনোলজি কলেজ যার আসন সংখ্যা ৫০ টি আসনের সবকটি পূর্ণ হয়েছে,   মসিহাটি অক্ষয় ডিপ্লোমা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট যার আসন সংখ্যা ৫০,  ভর্তি হয়েছে ৪১জন, শূন্য আসন  ৯ টি।  মুক্ত বাংলা সাইন্স এন্ড এগ্রিকালচার টেকনিক্যাল ইনস্টিটিউট আসন সংখ্যা ৫০ টি ভর্তি হয়েছে২৪ জন,  আসন শূন্য ২৬টি। ঘোশাল নগর দাখিল মাদ্রাসা ও কারিগরি কৃষি কলেজ আসন সংখ্যা ৫০টি। আসন শূন্য রয়েছে ৫০টি।

ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষা কার্যক্রম এক সময় এই কোর্স ছিল প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স। ছয় মাস তারপর  এক বছর মেয়াদী। সময়ের প্রয়োজনে তা করা হয় দুই বছর মেয়াদী  দেয়া হয় এইচএসসি সমমানের মান।  এরপর কৃষিকে আরো ত্বরান্বিত করার জন্য ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য কোর্সটি সার্টিফিকেট কোর্স থেকে করাহয় ডিপ্লেমা কোর্স। কোর্সটির নাম   করা হয় কৃষি ডিপ্লোমা। কোর্সের মেয়াদ দেয়া হয় তিন বছর। কৃষিতে  শক্তিশালী কোর্স করানো হয়।  সময়ের প্রয়োজনে এই কোর্সটিকে সর্বশেষ চার বছর মেয়াদী করা হয়। চার বছর মেয়াদী ডিপ্লোমা -ইন- এগ্রিকালচার বা কৃষিতে ডিপ্লোমা। চাকরি ক্ষেত্রে রয়েছে অনেক সম্ভাবনা ,  যেমনি প্রাইভেট টেকনোলজি, এগ্রো ফার্ম এবং কীটনাশক কোম্পানিতে রয়েছে ব্যাপক চাহিদা।

অপরদিকে উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমানের একাধিক সরকারি  চাকুরী ।  শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেয়াসহ সেকেন্ড ক্লাস অফিসার হওয়ার সুযোগ। দিন দিন জনপ্রিয় হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্সটি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন এগ্রিকালচার ট্রেডের ভর্তির সময় একাধিকবার বাড়ানো হয়েছে। প্রত্যাশিত শিক্ষার্থী না পাওয়ায় সর্বশেষ ভর্তির সময় বাড়ানো হয়েছে চলতি বছরের  ১০ সেপ্টেম্বর পর্যন্ত । এর আগের সময়সীমা অনুযায়ী ২০ আগস্ট পর্যন্ত ভর্তির সুযোগ ছিল। কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)