Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

‘খুনিরা কীভাবে পালিয়ে গেল দেশবাসী  তা জানতে চায়’ : রেজাউল করীম

এখন সময়: বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ০৯:৪২:১৭ এম

ফরহাদ খান, নড়াইল: স্বৈরাচার আওয়ামী লীগ কর্তৃক ছাত্র-জনতার গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল চত্বরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীরসাহেব।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে যারা জঘন্যতম গণহত্যা চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করেছে, চিরতরে পঙ্গু করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। খুনিরা কীভাবে পালিয়ে গেল দেশবাসী তা জানতে চায়। এছাড়া টাকা লুটপাটকারী দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। জাতীয় নির্বাচনের সুষ্ঠু-সুন্দর পরিবেশ তৈরি করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে গণসমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান।

প্রধান বক্তা ছিলেন-ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন-প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি এস এম নাসির উদ্দিনসহ অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন-হাফেজ খবির উদ্দিন, অধ্যক্ষ মুফতি কামরুল ইসলাম আনসারী, মাওলানা আইয়ূব আনসারী, মাওলানা নুরুন্নবী, মুফতি ওমর ফারুক,  আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্বাস আলী, সাজ্জাদ হোসেনসহ অনেকে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)