মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার যুব দিবস পালিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ দিবসটি পালন উপলক্ষে সকালে একটি র্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভা কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার এ কে এম ইখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, ওসি (তদন্ত) নাজমুল হোসেন, জামায়াত উসলাম ইপজেলা আমির শাহদত হোসেন, প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, সাংবাদিক শাহিদুল ইসলাম, বিডি কি¬েনর প্রতিনিধি মোছাদ্দেক হোসেন তামিম এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মাসরাফি হাকিম প্রমুখ।
আলোচনা সভা শেষে ৬ উদ্যোক্তাকে তাদের অবদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ক্রেস্ট প্রদান করা হয়। উদ্যোক্তারা হলেন সফল যুব সংগঠন বিডি ক্লিন মুসাদ্দিক বিল্লাহ তামিম, ডিজিটাল আইটি ল্যাব সাইফুল ইসলাম, নাছিম পল্ট্রিএন্ড ডেয়ারী শাকিব হাওলাদার, ফ্রি-ল্যান্সিং ডিজিটাল মার্কেটিং মুহাইমিনুল ইসলাম সজিব, ফ্রি-ল্যান্সিং ভিডিও এডিটিং মাতুব্বর ফাইম আহম্মেদ, কৃষি উদ্যোক্তা ছগির মাতুব্বর।