Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্যামনগরে শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৫৬:২৫ পিএম

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর কেন্দ্রীয় ইদগাহ ময়দানে আয়োজিত এ সমাবেশে স্থানীয় শিক্ষকদের মাঝে শিক্ষার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা ও কেন্দ্রীয় সহ সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হোসেন সাইফুল্লাহ রাজা, কিন্ডার গার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মো. আসাদুজ্জামান, মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সভাপতি আজহারুল ইসলাম, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মাও. আব্দুল হামিদ এবং মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি আলহাজ মাও. অহিদুজ্জামানসহ উপজেলা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)