কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা শহিদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজের সভাপতি মনোনীত হয়ছেন সৈয়দ জাহিদ।
গত ৫ আগস্টের পরে দেশের পট পরিবর্তনের সাথে সাথে হিজলডাঙ্গা শহিদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজের দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। কলেজের সভাপতি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান। এরপর সাবেক এমপি আজিজুল ইসলামের স্ত্রীকে সভাপতি করা হয়। এরপর সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান আত্মগোপনে চলে যাওয়ায় কলেজে একটা শুন্যতার সৃষ্টি হয়। জরুরি ভিত্তিতে প্রভাষক অধ্যাপক সাজ্জাদ হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষে দায়িত্ব পালন করতে বলা হয়। কিন্তু অধ্যাপক শরিফুল ইসলাম অধ্যক্ষের দাবি করে জৈষ্ঠ্যতা লংঘন করে নিজেই জোর করে অধ্যক্ষের পদ দখল করেন। এবং বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ছোট ভাই অযোগ্য অদক্ষ হওয়া সত্বেও বখাটে লিয়াকত আলীকে সভাপতি মনোনয়ন দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে অনুমোদন নিয়ে আসেন। সবমিলিয়ে কলেজে একটা অচল অবস্থার সৃষ্টি হয়ে যায়।
অবশেষে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমপি মাওলানা সাক্ষাওয়াত হোসেনের পুত্র সৈয়দ জাহিদ হোসেনকে হিজলডাঙ্গা শহিদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজের সভাপতি মনোনীত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়।