কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : বুধবার সকালে কোটচাঁদপুর শহরের ব্রীজঘাট এলাকায় একটি ইলেকট্রনিক্সের দোকানসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ইউসুফ ইলেকট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ইউসুফ ইলেকট্রনিক্সে থাকা বৈদ্যুতিক ফ্যান, প্রেসার কুকার, রাইচ কুকার, টেলিভিশনসহ ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তার নগদ ২০ হাজার টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে দোকানের পাশে মোবাইল ম্যাকানিকের দোকান ও একটি সেলুনের দোকানও পুড়ে যায়। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এ আগুনের সূত্রপাত হয়।