Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒কর্মচারীকে মারপিট ও টাকা আত্মসাতের অভিযোগ

যশোরের আলোচিত ননীফল কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

এখন সময়: সোমবার, ৪ নভেম্বর , ২০২৪, ০৭:২৬:৩৮ পিএম

 

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের বহুালোচিত ননীফল কবিরাজ কবির হোসেনের বিরুদ্ধে কর্মচারীকে  মারপিট ও টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। রোববার ঝিনাইদহ মহেশপুরের মালাধরপুর গ্রামের মোতালেব খানের ছেলে মেসার্স ননীফল ইউনানী ঔষধালয়ের মার্কেটিং অফিসার সাব্বির খান বাদী হয়ে এ মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী প্রবীর চক্রবর্তী। আসামি কবির চুড়ামনকাটি ছাতিয়ানতলা গ্রামের ওমসান খন্দকারের ছেলে ও মেসার্স ননীফল ইউনানী ঔষধালয়ের মালিক।

মামলার অভিযোগে জানা গেছে, সাব্বির হোসেন ১ লাখ টাকা জামানত দিতে কবিরাজ কবির হোসেনের মেসার্স ননীফল ইউনানী ঔষধলায়ের মার্কেটিং অফিসার হিসেবে ২০২২ সালের ১ আগস্ট চাকরি নেন। চুক্তি অনুযায়ী সাব্বিরের মাসিক বেতন ছিল ২৫ হাজার টাকা। কয়েক মাস বেতন ঠিকমত দিয়ে গত ৯ মাস নানা অজুহাতে তাকে বেতন না দিয়ে ঘোরাতে থাকে কবিরাজ কবির হোসেন। সাব্বির পরে জানতে পারে মেসার্স ননীফল ইউনানী ঔষধালয়ের তৈরী ওষুধ ভেজাল ও নকল। বিবেকের তাড়নায় ও ঠিকমত বেতন না দেয়ায় চলতি বছরের ২২ সেপ্টেম্বর সাবিবর হোসেন স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নেন। তার কাছে বকেয়া বেতনের ২ লাখ ২৫ হাজার ও জামানতের ১ লাখসহ সাড়ে ৩ লাখ টাকা পাওনা হয়। পাওনা টাকা চাইলে কবির হোসেন না দিয়ে ঘোরাতে থাকে। গত ২৫ অক্টোবর সাবিবর হোসেন পাওনা টাকা চাইতে কবির হোসেনের বাড়িতে যান। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে কবির হোসেন সাব্বিরকে বেদম মারপিট করে গুরুতর আহত করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)