শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন-প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর প্রতিনিধি সহকারী অধ্যাপক সামিউল আযম মনির। সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত,পত্রিকার শ্যামনগর সংবাদদাতা এসএম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে পূর্ববর্তী রেজুলেশন পাঠ ও অনুমোদন, কার্যনিবাহী পরিষদের ৩জন সদস্য নির্বাচন, মামলা সংক্রান্ত, আয় ও ব্যয় সংক্রান্ত, সাংগঠনিক সহ আলোচ্য সূচিতে স্থান পায়। সভায় সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে কার্যনিবাহী পরিষদের ৩জন সদস্য নির্বাচিত হন তারা হলেন রনজিৎ কুমার বর্মণ, এস কে সাইদুল ইসলাম সাঈদ ও এসকে সিরাজুল ইসলাম। প্রেসক্লাবের সদস্য জিএম মোহাম্মদ আলী ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফের নামে পৃথক মামলা ২টিতে যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়। এ ধরনের হয়রানিমূলক মামলায় প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সাধারণ সভায় প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।