ফুলতলা (খুলনা) প্রতিনিধি: এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক ও খুলনা সিভিল সার্জন অফিসের আয়োজনে এনসিডি’র ঝুঁকি এবং দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধের মাধ্যমে সুন্দর প্রজন্ম তৈরি বিষয়ক ওরিয়েন্টেশন শিক্ষক ও কিশোর-কিশোরীদের নিয়ে সোমবার সকালে গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা সুপার ভাইজার শাহিনুর রহমানের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ^াস।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদুল হক, ম্যানেজিং কমিটির সদস্য জিয়াউর রহমান মোল্যা, সাবেক সদস্য আব্দুল হোসেন মোল্যা, ইকবাল খান, শিক্ষক মাসুমা সুলতানা, আজাদ হোসেন গাজী প্রমুখ।