কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : শুক্রবার রাতে মডেল থানার নবাগত ওসি কবির হোসেন মাতুব্বরের সাথে কোটচাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মুহা. শাহজামান, সাধারণ সম্পাদক কামাল হাওলাদার, সহসভাপতি বি.এম ওয়াদুদ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক এম,এ খালেক ও নির্বাহী সদস্য আলমগীর কবির। সাংবাদিকদের সাথে আলাপকালে নবাগত ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, আইনশৃঙ্খলার উন্নয়ন ও মাদক নির্মূলে আমরা নিরলসভাবে কাজ করতে চাই। তবে পুলিশের পাশাপাশি সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। গত ১৫ অক্টোবর বিকালে বিদায়ী ওসি সৈয়দ আল মামুনের কাছ থেকে কবির হোসেন মাতুব্বর দায়িত্বভার গ্রহণ করেন।