বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ফ্যাসিবাদী সরকারের আমলে সকল প্রকার গুম খুন রাহাজানি সন্ত্রাসী ভূমি দখল টেন্ডারবাজি হয়েছে। ব্যাংকগুলো লুটপাট করে দেউলিয়া করে দিয়েছে। এমন কোনো অন্যায় নেই যে তাই হয়নি। বিশ্বের কোনো দেশের সরকার অগণতান্ত্রিকভাবে বেশিদিন টিকে থাকতে পারেনি। শেখ হাসিনাও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশে ৯২ ভাগ মুসলমানের দেশ। আর এ দেশে সবথেকে বড় বৈষম্যের শিকার হয়েছে মুসলমান। সরকারি চাকরির ক্ষেত্রে দাড়ি টুপি ওয়ালারা যোগ্যতা থাকার সত্ত্বে¡ও বাদ পড়েছে। এদেশে আব্রাহাম লিংকনের মতবাদ প্রতিষ্ঠিত হবে না। সকলের সম অধিকার প্রতিষ্ঠা করতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে সকল জাতি ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার বিকেলে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাঘারপাড়ার এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাঘারপাড়া উপজেলা শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা বেলাল হুসাইন। সেক্রেটারি প্রভাষক মাওলানা ফজলুল করিমের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন, আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন, যশোর জেলা শাখার সভাপতি আলহাজ মিয়া মুহাম্মাদ আব্দুল হালিম, সাবেক সভাপতি মাওলানা অধ্যক্ষ নাজমুল হুদা, সংগঠনের জেলা শাখার নেতা মুহাদ্দিস গোলাম আযম খান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আবু তাহের। এ অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাঘারপাড়া শাখার নেতারা সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সমাবেশ শেষে একই মাঠে মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ।