Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়ার জেলা পর্যায়ের খেলা সম্পন্ন

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ১০:২৯:২৬ এম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোরে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা। দিনব্যাপী  জিলা স্কুল মাঠে কাবাডি ও দাবা এবং জেলা সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা হয়। ছাত্র কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাঘারপাড়ার সিদ্দিকীয় ফাজিল মাদ্রাসা এবং রানার্স আপ হয়েছে অভয়নগরের বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। ছাত্রী কাবাডিতে বরাবরের ন্যায় এবারও চ্যাম্পিয়ন যশোরের আদর্শ বালিকা বিদ্যালয় ও রানার্স আপ হওয়ার যোগ্যতা অর্জন করেছে কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া দাবা বালক মধ্যমে জিলা স্কুলের মুইন ইসলাম প্রথম হয়েছে, বালক দাবার বড় বিভাগে ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুলের ফারহান নাদিম প্রথম ও জিলা স্কুলের বাঁধন রায় দ্বিতীয় হয়েছে। বালিকা দাবার বড় বিভাগে কেশবপুরের বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের তমা রায় প্রথম ও মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের অনন্যা রায় দ্বিতীয় হয়েছে, বালিকা দাবার মধ্যম বিভাগে মণিরামপুরের গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের আয়েশা আফরিন প্রথম ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুনজয়া হাসিন দ্বিতীয় স্থান অর্জন করেছে। এছাড়া সাঁতার প্রতিযোগিতার বালক বড়, মধ্যম ও বালিকা বড় ও মধ্যম গ্রুপ অংশ নেয়। বিকেলে জিলা স্কুল মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, বাংলাদেশ স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষক সমিতি যশোরের যুগ্মসম্পাদক সালাউদ্দিন ইউসুফ দিলুসহ জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, ২০/২১ অক্টোবর দুদিন খুলরায় হবে উপ-অঞ্চলের খেলা। এখানে যশোর জেলার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল অংশ নেবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)