নিজস্ব প্রতিবেদক, চৌগাছা : যশোরের চৌগাছায় বাংলা সিনেমার নায়ক মুন্না ও প্রযোজক চন্দন দে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে শুক্রবার সন্ধ্যায় মতবিনিময় করেছেন।
জানা গেছে, ঢালিউডের চিত্রনায়ক মাহাবুবুর রহমান মুন্না, কোলকাতার বাংলা সিনেমার প্রযোজক চন্দন দে, নির্মাতা মিজানুর রহমান ও আব্দুল মজিদ সংক্ষিপ্ত সফরে যশোরের চৌগাছায় আসেন। শুক্রবার দিবাগত রাতে চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টুসহ সাংবাদিকবৃন্দ তাদের ফুলের শুভেচ্ছা জানান।
নবাগত চিত্রনায়ক মুন্না জানান, তার অভিনিত সিনেমা ধূসর কুয়াশা ও ভাগ্য ইতোমধ্যে মুক্তি পেয়েছে। বর্তমানে দুটি সিনেমার কাজ চলছে একটি হচ্ছে সুখ অপরটি বর্তমান। এক বন্ধুর আমন্ত্রণে তিনি চৌগাছায় আসেন। অত্যন্ত ভালো লাগার একটি জায়গা চৌগাছা উল্লেখ করে তিনি বলেন, আমার যে ছবি দুটি সিনেমার সুটিং চলছে তার যে কোনো একটির কিছু সুটিং চৌগাছাতে করতে চাই কেননা চৌগাছা এলাকাটি আমার কাছে ভীষণভাবে ভালো লেগেছে।