ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তের ছুরির আঘাতে রাসেল গাজী (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খর্ণিয়া তেল পাম্পের পাশে এঘটনা ঘটে। নিহত যুবক খর্ণিয়া গ্রামের মতলেব গাজীর ছেলে। তিনি প্রাণ কোম্পানীর খর্ণিয়াস্থ এক ডিলারের অধীনে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, রাসেল গাজী ইঞ্জিন চালিত ভ্যানে চড়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে দোকানে গিয়ে পণ্যের বুকিং ও ডেলিভারি দিতেন। এদিন ইঞ্জিন চালিত ভ্যানযোগে ডুমুরিয়া থেকে খর্ণিয়া ফিরছিলেন তিনি। খর্ণিয়া বাজারস্থ তেল পাম্পের পূর্বপাশে একটি মোটর সাইকেলে আসা অজ্ঞাত দুই যুবক ভ্যানটির গতিরোধ করেই রাসেলের বুকে ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা নগদ টাকা-পয়সা ছিনতাই করে পলিয়ে যায়।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক জানান, রাসেল প্রাণ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি (সেলসম্যান)। বিভিন্ন জায়গায় পন্য ডেলিভারি দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। খর্ণিয়া এলাকায় পৌঁছালে দুই দুর্বৃত্তের হামলায় নিহত হন তিনি। রাসেলের কাছে থাকা বেশ কিছু টাকা নিয়ে যায় তারা। তবে কত টাকা নিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।