Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒তাজপুর মাধ্যমিক বিদ্যালয়

অবৈধ নিয়োগ দিয়ে ১৬ লাখ টাকা আত্মসাতে সাবেক সভাপতির বিরুদ্ধে মামলা

এখন সময়: সোমবার, ১৪ অক্টোবর , ২০২৪, ০৯:১২:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: মণিরামপুরের তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফ হোসেনকে সহকারী প্রধান শিক্ষক পদে  অবৈধ নিয়োগ দিয়ে ১৬ লাখ ১২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতিসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন জেলা শিক্ষা অফিসারকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী প্রবীর চক্রবর্তী।

আসামিরা হলেন, তাজপুর গ্রামের মৃত শহার আলী মোড়লের ছেলে বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহাজান কবির, মৃত শের আলী সরদারের ছেলে বরখাাস্ত প্রাপ্ত সাবেক সহকারী শিক্ষক আলতাপ হোসেন ও সোনালী ব্যাংক রাজগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ তাসরিকুর রহমান।

মামলার অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের তৎকালিন সভাপতি শাহাজান কবির প্রধান শিক্ষকের স্বাক্ষর জালিয়াতি করে পুরাতন রেজুলেশন খাতা বাতিল করে নতুন রেজুলেশন খাতা তৈরি করে নিয়োগ বোর্ড সম্পন্ন করেন। এ সময় সহকারী শিক্ষক আলতাপ হোসেনকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়। একপর্যায়ে নিয়োগ প্রক্রিয়াকে বৈধ করতে সভাপতি শাহাজান প্রধান শিক্ষককে বরখাস্তের চেষ্টা করেন। আলতাপ হোসেন ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সহকারী শিক্ষক থেকে পদত্যাগ করে পরদিন সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন। এ পদে থেকে তিনি অপর দুই আসামির সহযোগিতায় বেতন, ঈদ বোনাস ও বৈশাখী ভাতার ১৬ লাখ ১২ হজার ১২০ টাকা ব্যাংক কর্মকর্তার সহযোগিতায় উত্তোলন করে আত্মসাত করেন। গত ২৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সকল শিক্ষকসহ কমিটির লোকজন ডেকে আসামিদের কাছে টাকা ফেরত চাওয়া হয়। আসামিরা টাকা দিতে অস্বীকার করায় তিনি আদালতে এ মামলা করেছেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)