নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের কাশিমপুর বাজারের তেঁতুলতলা মোড়ে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনায় ৮১ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার ডাকাতিয়া গ্রামের আনছার আলীর ছেলে কাশিমপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এম নূরুজ্জামান খাঁন।
আসামিরা হলো ডাকাতিয়া গ্রামের মাহবুব আলম বিদ্যুৎ, ইনতাজ আলী, মিন্টু হোসেন, নাজিম হোসেন, বিদ্যুৎ, বজলুর রহমান, লিটন হোসেন, রফিকুল ইসলাম, টিটো, ডাক্তার কাওছার, শাহজাহান, জোহর আলী, শরিফুল ইসলাম, হালিম, বদরুল আলম বদু, ফোরটু, আক্তার হোসেন লেদু, নওদাগা গ্রামের শরিফুল ইসলাম, আকের আলী, ডাক্তার জুব্বার, উজ্জল, জিল্লু হোসেন আজগর আলী, খায়রুল ইসলাম, রাফসান, আলিশ হোসেন, মাহবুব, শ্যামনগরের ইব্রাহিম হোসেন, শাহিন হোসেন, সফিয়ার রহমান, জুয়েল হোসেন, ফারুক হোসেন, পারভেজ, শানতলার লিটন হোসেন, কাশিমপুর গ্রামের মতিয়ার রহমান, ইকবাল সরদার, সোহেল রানা, সামাদ আলী, ইকলাস হোসেন, ইবরা, ইনামুল, মিলন হোসেন, মিকাইল হোসেন, রাসেল, মান্নান, মন্টু, এনায়েতপুর গ্রামের সাইফুল ইসলাম, কাসেদ, সেলিম হোসেন, খোজারহাট গ্রামের আসাদুজ্জামান লাল্টু, নান্নু হোসেন, শাহিন, ইকরামুল, রশিদ মোল্যা, কনেজপুর গ্রামের শিমুল হোসেন, জাফর, রানা, সাজিয়ালি গ্রামের লুৎফর রহমান, দৌলতদীহি গ্রামের মুনায়েম, জিকো, সেলিম হোসেন, শিমুল হোসেন, তানজিল হোসেন, কেফায়েত নগরের ওলিয়ার রহমান, ডহেরপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন, আসলাম মন্ডল, নুরপুর গ্রামের কাইয়ুম, মশিয়ার, বিজয় নগর গ্রামের হালিম মৃধা, লিটন হোসেন, আকাশ হোসেন, দাউদ, রাহেলাপুর গ্রামের ইউসুফ আলী, কচি, রায়হান, সরুইডাঙ্গা গ্রামের শাহিনুর রহমান, মুরাদ হোসেন ও আসাদুজ্জামান চুক্ষু।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত। কাশিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাশিমপুর বাজারে তেঁতুলতলা মোড়ে নির্বাচনে প্রচারণার জন্য ধানের শীষের একটি অফিস করা হয়। এ অফিসে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে পাড়ামহল্লায় নির্বাচনী প্রচারণা করতে থাকে। ভোটে আসামিদের দলীয় প্রার্থী পরাজিত হওয়ার আশংকায় ধানের শীষের ভোটারদের মারপিট ও ভয়ভীতি দেখাতে শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৬ ডিসেম্বর রাতে আসামিরা পরিকল্পিতভাবে ধানের শীষের নির্বাচনি অফিসে বোমা হামলা ও দলীয় নেতাকর্মীদের মারপিট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনার রাতে আসামিদের হাতে মামলার বাদীসহ আরও অনেককে মারপিট করে জখম করেছিল আসামিরা। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে আসামিরা নৌকা প্রতিকের সমর্থক হওয়ায় থানা কর্তৃপক্ষ তা গ্রহন করেনি। বর্তমানে পরিবেশ অনুকুলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।