নিজস্ব প্রতিবেদক: যশোরের বেসরকারি কুইন্স হসপিটালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ভাঙচুরকারীরা চলে যান। এই ঘটনায় হাসপাতালটিতে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাসপাতালের ব্যবস্থাপক মিঠু সাহা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে কুইন্স হাসপাতালে প্লাবন হোসেন (২২) নামে একজন ডেঙ্গু রোগী ভর্তি হন। পরে তার প্রয়োজনীয় পরীক্ষা করার পর পাওয়া যায় কিডনি ও হার্ট ফেল। প্রস্রাব বন্ধ হয়ে গেছে। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেয়া হয়। এদিন বিকেল ৫টার দিকে রোগী মারা যান। পরে তার স্বজনরা হাসপাতালে ভাঙচুর করে। এতে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে আতংক তৈরি হয়। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ভাঙচুরকারীরা চলে যান।
মৃত প্লাবন হোসেনের বন্ধু মোহাম্মদ নাইম জানান, হাসপাতলের চিকিৎসকের অবহেলায় আমার বন্ধু মারা গেছে। এতে আমরা উত্তেজিত হয়েছিলাম। কিন্তু কেউ ভাঙচুর করেনি।
এব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, কুইন্স হাসপাতালে ভাঙচুর করা হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।