শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের প্রথমসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনির।
সভায় উপস্থিত ছিলেন, সহসভাপতি জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জি,এম, আব্দুল কাদের, অর্থ সম্পাদক শেখ সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাজী মুরাদ হোসেন।
সভায় প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশন, পরিচালনা কমিটির সদস্য, সকল পর্যবেক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সকল সদস্যের প্রতি ধন্যবাদ প্রস্তাব গৃহিত হয়। তাছাড়া প্রেসক্লাবকে গতিশীল অব্যাহত রাখতে সাংগঠনিক বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।