Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বাঘারপাড়ায় বিএনপির সমাবেশ

নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত প্রকৌশলী টিএস আইয়ুব

এখন সময়: রবিবার, ১৩ অক্টোবর , ২০২৪, ০৭:৫৬:১৬ পিএম

 

বাঘারপাড়া প্রতিনিধি: ৪ মাস কারাভোগের পর এলাকায় ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। শনিবার বিকেলে ঢাকা থেকে সড়ক পথে যশোরের বাঘারপাড়ায় ফেরেন তিনি। এ সময় সড়কে হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন দেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। বিকেল পৌনে ৪ টার দিকে বাঘারপাড়া উপজেলা শহরের চৌরাস্তায় সমাবেশস্থলে পৌঁছান তিনি।

বাঘারপাড়া উপজেলার বিএনপির আহবায়ক শামসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  টিএস আইয়ূব। তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে আমি অনেক সম্পদ হারিয়েছি। কিন্তু আপনাদের ভালোবাসা আমার অমূল্য সম্পদ। এই সম্পদ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমি আপনাদের পাশে ছিলাম। আগামিতেও আমরা একসঙ্গে এগিয়ে যাবো। যে কোনো সংকটে এক সঙ্গে লড়বো।

তিনি আরও বলেন, বিএনপির সংকটকালে যারা ছেড়ে গিয়েছিল, তারা এখন দলে এসে সামনের সারিতে নেতৃত্ব দিতে চায়, তারা অপকর্ম করে বিএনপির ভাবমূর্তি নষ্টের পাঁয়তারা করছে। এদেরকে দলে জয়গা দেয়া যাবে না। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌর বিএনপি সভাপতি আবদুল হাই মনা, বাঘারপাড়া উপজেলার বিএনপি যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান, বাঘার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  আবু তাহের সিদ্দিকী প্রমুখ।

গত ৩০ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান টিএস আইয়ুব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)