Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে অস্ত্র মামলায় আত্মসমর্পণকারী আলোচিত ফিঙে লিটন কারাগারে

এখন সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:০৪:৩৮ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের অস্ত্র মামলায় আত্মসমর্পণকারী আলোচিত আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। লিটন শহরের বারান্দীপাড়ার খন্দকার বদর উদ্দিনের ছেলে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন লিটনের আইনজীবী বিএম অনিক ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এমএম আমিনুল ইসলাম অস্ত্র মামলার এক রায়ে আনিসুর রহমান লিটনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ মামলার রায়ের আগে লিটন বিদেশে চলে যান। দীর্ঘ দিন বিদেশে থেকে তিনি সম্প্রতি দেশে ফিরে আসেন। বুধবার তিনি আদালতে আত্মসমর্পন করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন। 

এ বিষয়ে লিটনের আইনজীবী বিএম অনিক ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আনিসুর রহমান লিটন আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত হয়েছেন। তার বিরুদ্ধে করা এ অস্ত্র মামলাটি ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি অনুকূলে আসায় লিটন দেশে ফিরে এসেছেন। আদালতের রায়ের প্রতি তিনি শ্রদ্ধাশীল হওয়ায় আত্মসমর্পন করেছেন। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। আমার আশাবাদী উচ্চ আদালতে লিটন ন্যায় বিচার পাবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)