নিজস্ব প্রতিবেদক: সোনা চোরাচালান মামলায় বেনাপোলের রাজ্জাক সরদারকে ১৪ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি ভিমসেন দাস। সাজাপ্রাপ্ত রাজ্জাক বেনাপোলের বারোপোতা গ্রামের মৃত সমসের সরদারের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ১৭ জানুয়ারি বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শার পাঁচভুলোট গ্রামের নয়কোনা বটতলা এলাকায় অবস্থান নেয়। কিছু সময় পর মোটরসাইকেলে এক যুবককে আসতে দেখে তাকে থামায় বিজিবি সদস্যরা। আটক রাজ্জাকের স্বীকারোক্তিতে মোটরসাইকেলের চেসিসের মধ্যে থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ছিল ৭ কেজি ৩শ’৩৭ গ্রাম। যার বাজার দাম ৫ কোটি ৮৯ লাখ ৩১ হাজার ১৯৪ টাকা।
এ ঘটনায় বিজিবির হাবিলদার নাসিম উদ্দীন আটক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে শার্শা থানায় চোরাচালান দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে শার্শা থানার এসআই মাহফুজ হোসেন আসামি রাজ্জাক সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
মামলায় দীর্ঘ সাক্ষীগ্রহণ শেষে আসামি রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রাজ্জাক কারাগারে আটক।