Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোর আইটি পার্কে বিক্ষোভ সমাবেশ

২৮ আগস্টের মধ্যে টেকসিটিকে বিদায়ের আল্টিমেটাম

এখন সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:৫৭:১০ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: ‘টেকসিটি’ নামের কোম্পানিটিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক সরকারি ব্যবস্থাপনায় পরিচালনাসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববার দুপুর সাড়ে ৩টার দিকে এ কর্মসূচি পালন করে পার্কটির ইনভেস্টরস অ্যাসোসিয়েশনÑএসএইচএসটিপিআইএ। পার্কের ভেতরে এই কর্মসূচি পালন করা হয়।

পার্কের মাল্টি টেনেন্ট বিল্ডিংয়ের (এমটিবি) সামনে থেকে এদিন মিছিল বের হয়। পার্ক চত্বর ঘুরে দুই নাম্বার গেটের সামনে গিয়ে মিছিল শেষে সমাবেশ হয়। এ সময় টেকসিটিকে বিদায় নেয়ার জন্য আগামী ২৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়। ওই সময়ের মধ্যে টেকসিটি সরকারকে দায়িত্ব হন্তান্তর করে বিদায় না হলে ২৯ তারিখ সকালে বিনিয়োগকারী, পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ও ছাত্র-জনতা পার্কের নিয়ন্ত্রণ নেবে বলে হুঁশিয়ার করা হয়।

সমাবেশ থেকে বলা হয়, জনগণের করের টাকায় নির্মিত সরকারি স্থাপনা গণবিরোধী চুক্তির মাধ্যমে পতিত সরকারের ‘অলিগার্ক’ ওয়াহেদ শরীফের কোম্পানি টেকসিটিকে ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়। ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার কোনো মতে এই গণবিরোধী চুক্তি বহাল রাখতে পারে না। এ ছাড়া সমাবেশে পার্কের নাম পরিবর্তন করে ‘যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক’ ও প্রধান ভবন ‘এমটিবির’ নাম বদলে ‘শহিদ মুগ্ধ ভবন’ নামকরণসহ বিনিয়োগকারীদের ৮ দফা দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়।

সমাবেশে বক্তৃতা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজালাল, যুগ্ম-সম্পাদক এএইচএম আরিফুল হাসনাত, উজ্জ্বল বিশ্বাস, পারভেজ মাহমুদ হীরা প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)