ক্রীড়া প্রতিবেদক: যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নে অনুষ্ঠিত কিসমত নওয়াপাড়া উত্তরপাড়া ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আতঙ্ক ব্রাদার্স। উত্তরপাড়া মাঠে অনুষ্ঠিত শনিবারের খেলায় তারা ১-০ গোলের ব্যবধানে স্বাধীন বাংলা একাদশ ২০২৪ কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোল করেন আমানুল্লাহ শুকুর।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল আতঙ্ক ব্রাদার্সের সেরা গোলরক্ষক মনিরুল ইসলাম, রানার আপ স্বাধীন বাংলা একাদশের মিরাজ হোসেন সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন উত্তরপাড়া টাইগার দলের ফিরোজ হোসেন। এই টুর্নামেন্টে স্বাধীন বাংলা একাদশ ২০২৪, গোল্ডেন সানরাইজ, আতঙ্ক ব্রাদার্স ও উত্তর পাড়া টাইগার অংশগ্রহণ করে।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম বাবু, সাজ্জাদ হোসেন নান্নু, ফরহাদ সরদার, রফিকুল ইসলাম মিলন, মিজানুর রহমান খোকন, রফিক হাসান স্যার, আব্দুস সাত্তার, মনিরুল ইসলাম বেবি, রবিউল ইসলাম, মাহবুবুর রহমান টিপু, কাজী নাসিরুল ইসলাম সুমন, তারিকুল ইসলাম, আব্দুল মোতালিব আসাদ, তরিকুল ইসলাম।