Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ধারাভাষ্যে যশোরের কুমার কল্যাণ মনোনীত

শেখ কামাল ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান স্থগিত

এখন সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৪, ১১:০১:৪৪ পিএম

 

 

ক্রীড়া প্রতিবেদক: প্রতি বছর দেশের সেরা ক্রীড়াবিদ, ফেডারেশন এবং সংগঠকসহ মোট আটটি পদে প্রেরণ করা হয় শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৪ এর জন্য ১০ ক্রীড়াবিদ এবং দুই সংস্থার নাম ঘোষণা করা হয়েছিল। ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে বেছে নেয়া হয়েছে যশোরের কল্যাণ কুমার সাহাকে (কুমার কল্যাণ)। আজ সোমবার বীর মুক্তিযোদ্ধা এবং শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৫তম জন্মদিনে ক্রীড়াবিদদের হাতে এই পুরস্কার তুলে দেয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে রোববার এক ঘোষণার মাধ্যমে এই অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আজ ৫ আগস্ট, ২০২৪ তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরষ্কার-২০২৪’ প্রদান অনুষ্ঠানটি অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। এবারের পদক তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা তানভীর মাজহার ইসলাম। খেলোয়াড় ক্যাটাগরিতে শুটার শাকিল আহমেদ, ভারোত্তোলক ফিরোজা খাতুন ও সাঁতারু মাহফিজুর রহমান সাগরের নাম চূড়ান্ত হয়েছে। উদীয়মান খেলোয়াড় কোটায় পুরস্কার পাচ্ছেন তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয় এবং স্প্রিন্টার জহির রায়হান। ক্রীড়া সংগঠকের তালিকায় আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল হাবিব ও মাহি উদ্দিন আহমেদ। ফেডারেশন শ্রেণিতে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এবং পৃষ্ঠপোষক বিভাগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছে হামিদ গ্রুপ। অন্যদিকে ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কার পাচ্ছে খন্দকার মঞ্জুরুল ইসলাম। ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে বেছে নেওয়া হয়েছে যশোরের কল্যাণ কুমার সাহাকে। যশোর থেকে বেড়ে ওঠা কুমার কল্যাণ বাংলাদেশ বেতার, বিটিভিসহ জাতীয় ও আন্তজাতিক খেলায় (ক্রিকেট/ফুটবলসহ বিভিন্ন খেলায়) সুনামের সাথে ধারাভাষ্য দিয়ে আসছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)