Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাতক্ষীরায় দুইদিনের বৃষ্টিতে ভেসে গেছে মৎস্য ঘের, রাস্তা-ঘাট

এখন সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৪, ০৮:১৫:২৭ এম

 

শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা : সাতক্ষীরায় গত দুই দিনের টানা বৃষ্টিপাত ও ভারি বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১৭০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান, মাছখোলা, কামাননগর, রাধানগর, সাতক্ষীরা বাইপাস এলাকা, মধুমল্লারডাঙ্গি, রসুলপুরসহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। ভেসে গেছে মৎস্য ঘেরসহ ছোট-বড় পুকুর। চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। চলমান দিনভর বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষ ঘর থেকে কর্মসংস্থানের জন্য বের হতে পারছে না।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলমান এই বৃষ্টিপাত আরও তিন দিন অব্যাহত থাকবে। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।

এদিকে সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ, চুনা, খোলপেটুয়াসহ বিভিন্ন নদ-নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় শ্যামনগর উপজেলার গাবুরায় কপোতাক্ষ নদের ভেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)