# আজ সেমিফাইনাল
কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) তৃতীয় দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। খেলায় কেশবপুর ত্রিমোহীনি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ১-০ গোলে হাসানপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয় । দিনের দ্বিতীয় খেলা দুপুর ৩ টায় কেশবপুর পৌরসভা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নতি হয় এবং বিকাল পাঁচটার ম্যাচে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ১-০ গোলে গৌরিঘোনা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নতি হয়। আজ মঙ্গলবার কেশবপুর পৌর সভা ফুটবল একাদশ বনাম ত্রিমোহীন ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ এবং সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম পাঁজিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের মধ্যে সেমিফাইনালের দুটি খেলা অনুষ্ঠিত হবে। খেলা চলাকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের গ্যালারি দর্শকে ছিলো কানায় কানায় পূর্ণ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র মৎস্য অফিসার সজিব সাহা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন উপজেলা রেফারি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রথম শ্রেণীর রেফারি আতিয়ার রহমান ও শরিফুল ইসলাম।