নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর এডিট করা অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করায় দুই যুবকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের। গত রোববার তাদের গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দুটি ভুয়া আইডিতে ওই ছবি পোস্ট করার অভিযোগে দায়ের মামলায় গ্রেপ্তার দুজন হলো, পাঁচগ্রাম ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ডালিম (৩৬) ও রাসেল মোল্যাকে (৩১)। ভুক্তভোগী গৃহবধূ কালিয়া থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, দুটি ফেসবুক আইডির সূত্র ধরে তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়।