Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সভাপতি ও সম্পাদক পদে লড়াইয়ে ৯ প্রার্থী , স্বাচিপের ৯ জেলার সম্মেলন কাল

এখন সময়: সোমবার, ২০ জানুয়ারি , ২০২৫, ০৮:০৪:২৫ এম

বিল্লাল হোসেন : যশোরে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৯টি জেলার সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। শহরের শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কে এদিন যশোরসহ ৯টি জেলার সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। স্বাচিপের যশোর জেলা শাখার সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম সম্মেলনকে ঘিরে এবার চিকিৎসকদের মধ্যে তৎপরতা চলছে। প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন। সম্মেলন প্রস্তুতি কমিটি জানিয়েছে, যশোর শাখায় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৪ জন। তারা হলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যশোরের বর্তমান সভাপতি ডা. একে এম কামরুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক ডা. এম এ বাশার, স্বাচিপের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্যা এবং বিএমএ’র সহ সভাপতি ও স্বাচিপের সাবেক কোষাধ্যক্ষ ডা. নাসিম রেজা। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা ৫ প্রার্থী হলেন, বিএমএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাচিপের কার্যকরী সদস্য ডা. মাহমুদুল হাসান পান্নু, বিএমএ’র দপ্তর সম্পাদক ও স্বাচিপের সদস্য সচিব ডা. গোলাম মোর্তুজা, বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ও স্বাচিপের আহবায়ক কমিটির কার্যকরী সদস্য ডা. তৌহিদুল ইসলাম, বিএমএর কোষাধ্যক্ষ ও স্বাচিপের কার্যকরী সদস্য ডা. ওয়াহিদুজ্জামান ডিটু ও স্বাচিপের আজীবন সদস্য ও বিএমএ’র সেন্ট্রাল কাউন্সিলর ডা. ফয়সাল কাদির শাওন। জানা গেছে, সভাপতি প্রার্থী ডা. একেএম কামরুল ইসলাম বেনু দীর্ঘদিন ধরে চিকিৎসকদের পাশে রয়েছেন। সংগঠনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। চিকিৎসক সমাজের বড় অংশ তার সাথে রয়েছেন। ফলে সম্মেলনে তাকে সভাপতি করা হতে পারে। ডা. ইয়াকুব আলী মোল্যা জানান, তিনি একজন বীরমুক্তিযোদ্ধা। প্রবীণ চিকিৎসক হিসেবে চিকিৎসক সমাজে তার যথেষ্ট পরিচিতি। দীর্ঘদিন নিষ্ঠার সাথে স্বাচিপের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। সর্বদা চিকিৎসকদের সাথে ছিলেন। আর আগামীতেও থাকবেন। ফলে সকলের সম্মতিতে সভাপতি হবেন বলে আশা করছেন। ডা. এম এ বাশার জানান, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। চিকিৎসকদের দাবি আদায়ে সোচ্চার থেকেছেন। আশা করছেন ১৩ জুলাইয়ের সম্মেলনে তাকে সভাপতি পদে মনোনীত করা হবে। ডা. নাসিম রেজা জানান, একজন জ্যেষ্ঠ চিকিৎসক হিসেবে তাকে সভাপতি পদে মনোনীত করা হতে পারে। বিগত দিনে বিভিন্ন পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক প্রার্থী ডা. মাহমুদুল হাসান পান্নু জানিয়েছেন, চিকিৎসকদের অধিকার আদায় ও জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে স্বাচিপের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে চিকিৎসক সমাজের পাশে থাকবেন সবসময়। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবেন। সংগঠনের উন্নয়নে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করবেন। এ ছাড়া চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত ও দাবি আদায়ে জোরালো ভূমিকা রাখবেন। ডা. গোলাম মোর্তুজা জানান, তিনি এবারের স্বাচিপের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাচিপ যশোরের সদস্য সচিব হিসেবে ৩ বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন। যা যশোরের চিকিৎসক মহলে প্রশংসা পেয়েছে। আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে সাধারণ সম্পাদক পদে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। ডা. তৌহিদুল ইসলাম জানান, একজন সিনিয়র চিকিৎসক হিসেবে সিংহভাগ চিকিৎসক তার সাথে রয়েছেন। ১৩ জুলাইয়ের সম্মেলনে তাদের মতামতের ভিত্তিতে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন বলে আশাবাদী। ডা.ওয়াহিদুজ্জামান ডিটু জানান, চিকিৎসক সংগঠনের উন্নয়নে তিনি সর্বদা সোচ্চার। যশোর স্বাচিপকে ঢেলে সাজাতে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। মনোনীত হলে সংগঠনের উন্নয়নে কাজ করে যাবেন। ডা. ফয়সাল কাদির শাওন জানান, স্বাচিপের কার্যক্রমে গতি আনতে তরুণ ও সাহসী মানুষকে নেতৃত্বে প্রয়োজন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার সংকল্পে নিবেদিত প্রাণ হয়ে সেবা দিয়ে যাচ্ছেন। বঙ্গুবন্ধুর একজন আদর্শিক সৈনিক হিসেবে তাকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করার দাবি করেছেন। তিনি মনোনীত হলে সংগঠনের উন্নয়ন ও চিকিৎসকদের সুবিধায় কাজ করে যাবেন। এদিকে কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসক জানিয়েছেন, যশোরে স্বাধীনতা চিকিৎসক পরিষদের অত্মপ্রকাশের পর এটাই হবে প্রথম সম্মেলন। এর আগে সিলেকশনে কমিটি গঠন হয়েছে। স্বাচিপ যশোরের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি ছিলেন ডা. সালাউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ছিলেন ডা. একেএম কামরুল ইসলাম বেনু। প্রথমবারের মতো সম্মেলন সফল করতে চিকিৎসকদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা গেছে। সম্মেলনে প্রধান বক্তা থাকবেন স্বাচিপের কেন্দ্রীয় পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন স্বাচিপ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. কামরুল ইসলাম মিলন। সম্মানিত অতিথি থাকবেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক। সভাপতিত্ব করবেন ডা. এম এ বাশার। সঞ্চালনা করবেন ডা. গোলাম মোর্তুজা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)