Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒দুই দেবর ও জা’র বিরুদ্ধে মামলা

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে মারপিট

এখন সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৫:৪৪:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার ইছাপুর মধ্যপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে রেজাউল ইসলাম (৪৩) নামে এক প্রবাসীকে মারপিটে জখম এবং টাকা কেড়ে নেয়ার ঘটনায় কোতয়ালি থানায় ৩জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রেজাউলের স্ত্রী সাথী বেগম তার দুই দেবর ও জা’র বিরুদ্ধে মামলাটি করেন।
আসামিরা হলো, রেজাউলের ভাই মিজানুর রহমান (৩৮) ও রনি বাবু (৩০) এবং রনি বাবুর স্ত্রী ইতি খাতুন (২৫)।
এজহারে সাথী বেগম উল্লেখ করেছেন, তার স্বামী মালদ্বীপে দেড় বছর অবস্থান করে বাড়িতে ফেরেন সম্প্রতি। তিনি বাড়ির নির্মাণ কাজ করছেন। জমি নিয়ে তার সাথে আসামিদের বিরোধ সৃষ্টি হয়। সে কারণে শত্রæতা গড়ে উঠে। গত ১ জুলাই বাড়ির সামনে রাস্তায় একা পেয়ে আসামিরা তার ওপর চড়াও হয়। তাকে লাঠি সোটা, লোহার রড, কুড়াল, গাািছ দা দিয়ে আক্রমণ করে। তাকে মারপিটে জখম করে। সে সময় চিৎকার দিলে তিনিসহ সেখানে অন্যান্য লোকজন উপস্থিত হলে আসামিরা চলে যায়। পরে তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)