নিজস্ব প্রতিবেদক : যশোর শিক্ষা বোর্ডের এইচএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৯০৬ জন পরীক্ষার্থী। সেই সাথে নকল করার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ১ লাখ ১৭ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ১৬ হাজার ৬২ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১ হাজার ৯০৬ জন। সেই সাথে নকল করার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে নড়াইল অনুপস্থিত ছিল ৯৮ পরীক্ষার্থী । সেই সাথে নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ঝিনাইদহে অনুপস্থিত ছিল ২৬৫ পরীক্ষার্থী। সেই সাথে নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
খুলনায় ৪২০, বাগেরহাটে ১২৭, সাতক্ষীরায় ২১২, কুষ্টিয়ায় ২২৯, চুয়াডাঙ্গায় ১৩৫, মেহেরপুর ৭৪, যশোরে ২৪০ ও মাগুরায় ১০৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।