নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: ভারতীয় চিনির বস্তা পরিবর্তন করার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে হোসাইন আহম্মেদ রাজু নামের এক চিনি ব্যবসায়ীকে। বুধবার দুপুরে মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামে মোজাহিদ নামের এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে এ জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম।
এলাকাবাসি ও উপজেলা প্রশাসন জানায়, জয়পুর গ্রামে মোজাহিদের ওই ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ কেজি ওজনের ৩’শ বস্তা ভারতীয় চিনি বস্তা পরিবর্তন করে ফ্রেস এবং দেশবন্ধু কোম্পানির খালি বস্তায় ভর্তি করার কাজ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এক পর্যায়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, ৩’শ বস্তা ভারতীয় চিনি নিলামে ক্রয় করে আনেন হুসাইন আহম্মেদ রাজু নামের এক ব্যবসায়ী। কাগজপত্র সঠিক থাকায় মোড়ক পরিবর্তনের অপরাধে ব্যবসায়ী হুসাইনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।