ক্রীড়া প্রতিবেদক: যশোরের প্রথিতযশা ফুটবল রেফারি, সাবেক হকি খেলোয়াড়, আম্পায়ার ও ক্রীড়া সংগঠক শহিদুর রহমান (৭৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে শহরের সার্কিট হাউজপাড়া নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক কন্যা, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। বাদ আছর জজ কোর্ট জামে মসজিদে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়। ১৯৫০ সালের ৯ জানুয়ারি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পুখরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শহিদুর রহমান। যশোর জিলা স্কুলে অধ্যায়নকালে হকি খেলোয়াড় হিসেবে হাতেখড়ি। সরকারি এম এম কলেজে পড়ার সময় তিনি জাতীয় পর্যায়ে হকিতে সাফল্য অর্জন করেন। এরপর তিনি ফুটবল খেলার পাশাপশি ফুটবল রেফারি হিসেবে যশোরসহ দক্ষিণাঞ্চলে নিজের প্রতিভা মেলে ধরেন। হকি ও ফুটবলই নয়, ভলিবল এবং কাবাডির একজন দক্ষ পরিচালক হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রাখেন প্রবীণ এ ক্রীড়া সংগঠক। তিনি ছিলেন যশোর ক্রীড়াঙ্গণে পরিচিত মুখ। তার মৃত্যুর সংবাদ শুনে সকাল থেকেই মরহুমের বাড়িতে যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা জানাজায় শরিক হন। প্রথিতযশা এ ক্রীড়া ব্যক্তির মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, মোহাম্মদ শফিকউজ্জামান, যুগ্ম সম্পাদক শহিদ আহমেদ, নির্বাহী সদস্য খায়েরুজ্জামান বাবু, এহসনুল হক সুমন, আনিসুজ্জামান পিন্টু, সৌখিন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক এবি এম আখতারুজ্জামান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু, জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাাদক নিবাস হালদার, কোষাধ্যক্ষ সোহেল আল মামুন নিশাদ, ফুটবল রেফারি লাবু জোয়াদ্দার প্রমুখ।