কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উদযাপন কমিটির আহ্বায়ক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান আনিছ, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক শফিকুল ইসলাম মুকুল, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত হোসেন প্রমুখ।
৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেলে শহরে র্যালি, দলীয় কার্যালয়ে কেককাটা, আলোচনা সভা ও সন্ধার পর দলীয় কার্যালয়ের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।