নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বেজপাড়া তালতলা মোড়ে খেলোয়াড় কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে সাবেক ও বর্তমান ৫০জন খেলোয়াড়ের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কোতোয়ালি মডেল থানার এসআই শরিফ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মান্নাফ রাব্বী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহিবুল হাসান ইমন। এ সময় উপস্থিত ছিলেন রাহুল, জাহিদ, পিয়ারু জামান পিরু, আওরঙ্গজেব, সরোয়ার, ছোট বাবু প্রমুখ।