ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-২১ হ্যান্ডবল দলে (বয়সভিত্তিক) প্রাথমিকভাবে ডাক পেয়েছেন যশোরের ফারুক তমাল স্পোর্টস একাডেমির ৮ খেলোয়াড়। আসন্ন আই এইচ এফ চ্যালেঞ্জ ট্রফির জন্য এ দল গঠন করা হবে। আগামী ১০ থেকে ১৪ জুলাই ভারতের জয়পুরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার জন্য বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-২১ দল গঠন করার প্রক্রিয়া চলমান। ফারুক তমাল স্পোর্টস একাডেমির কর্মকর্তা তৌহিদুর রহমান সোহেল জানান, প্রাথমিকভাবে ডাক পাওয়া ৮ জনের সকলে চূড়ান্ত দলে থাকবে বলে আশা করছি। তিনি আরও জানান, ঈদুল আযহার পর খেলোয়াড়দের ক্যাম্প শুরু হবে। ক্যাম্প হবে ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন-অনূর্ধ্ব-১৮ দলে- প্রভাত মন্ডল, কাইফ খান রিফাত, ইবাদত হোসেন রাসেল, মইদুল ইসলাম আরহান, ইনসান আলী আহাদ ও মোহাম্মদ সামিউজ্জামান এবং অনূর্ধ্ব-২১ দলে- মেহেদী হাসান রাজু ও এরিক্সন বিশ্বাস দ্বীপ।