প্রেস বিজ্ঞপ্তি : সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক, লেখক ও নাট্যকার মোস্তফা রুহুল কুদ্দুসের মৃত্যুতে আগামী ১০ জুন প্রেসক্লাব যশোরে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্মৃতি চারণ ও দোয়া মাহফিলে সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্যদের পাশাপাশি যশোরের সর্বস্তরের সাংবাদিকদের অংশ নেয়ার জন্য আহবান জানানো হয়েছে।
কার্যনির্বাহী কমিটির সভার শুরুতে সদ্য প্রয়াত সাংবাদিক নেতা মোস্তফা রুহুল কুদ্দুসের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।