রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালের খুলনা-মংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক সপ্তাহের ব্যবধানে আবারও প্রাণ গেল শেখ আবু হানিফ (২২) নামে এক তরুণের। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হানিফ উপজেলার উজলকুড় গ্রামের শরিফুলের পুত্র।
জানা গেছে, আবু হানিফ সকালে বাইসাইকেল যোগে ফয়লাবাজারে তার কর্মস্থলে (মিষ্টির দোকানে) আসছিলো। এ সময় খুলনা থেকে মোংলাগামী গ্যাসের সিলিন্ডার বোঝাই বসুন্ধরার একটি ট্রাক বাইসাইকেল আরোহী হানিফকে চাপা দেয়। এ সময় হানিফের মাথা ট্রাকের চাকা পিষ্ট হয়ে মগজ বের হয়ে যায়। এতে ঘটনাস্থলে হানিফ নিহত হন।
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, শেখ আবু হানিফের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাকটিকে আটকের অভিযান চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা মংলা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে ।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে ট্রাকের চাপায় ৩ জন নিহত হন।