যশোরে ব্রাকের প্রত্যাশা-২ প্রকল্পের অবহিতকরণ সভা

এখন সময়: বৃহস্পতিবার, ৬ জুন , ২০২৪, ০২:১৩:৫৪ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) ’প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটির ওই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে জেলা পর্যায়ে এই প্রকল্পের অবহিতকরণ সভার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। এ সময় তিনি বলেন, ব্র্যাক সারা বাংলাদেশে সুনামের সাথে কাজ করছে। তাদের প্রত্যাশা-২ প্রকল্পটি চমৎকার। এর মাধ্যমে আমরা বিদেশ-ফেরতদের ভাগ্যের উন্নয়নে এক সাথে কাজ করতে পারবো। নিরাপদ অভিবাসন নিশ্চিতে জনসচেতনতার ভ‚মিকার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, দালালরা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে অনিরাপদ উপায়ে বিদেশ পাঠায়। তাদের সম্পর্কে সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালাতে হবে, যাতে তারা যেন দালালদের প্রতারণার শিকার না হয়। সভায় মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির সিনিয়র ম্যানেজার সাজ্জাদ হোসেন। তিনি বলেন, বিদেশ-ফেরত বাংলাদেশিরা যেন দেশে এসে ফের ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য অনেক দিন ধরে ব্র্যাক কাজ করছে। ২০১৭ থেকে ২০২২ এই সময়ে প্রত্যাশার প্রথম ধাপ বাস্তবায়ন শেষে আমরা এখন দ্বিতীয় ধাপের কাজ শুরু করেছি। এর আওতায় অন্তত ১০ হাজার মানুষ তিন আন্তর্জাতিক বিমান বন্দরে সহায়তা পাবেন। পাশাপাশি ৭ হাজার ৭০০ জন বিদেশ-ফেরত মানুষ যেন ফের দেশে এসে আয় করতে পারেন সেজন্য তাদেরকে ধাপে ধাপে সহায়তা করা হবে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ইমপ্রæভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।’ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, সহকারী কমিশনার মাহির দায়ান আমিন, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. রুমানা আক্তার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের যশোরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, ইসলামিক ফাউন্ডেশনের যশোর কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম, সাংবাদিক মনিরুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক আলমাছুর রহমান, লেবানন ফেরত অভিবাসী সুরাইয়া ইয়াসমিন রজনী, আলবেনিয়া ফেরত অভিবাসী নাবেদ হোসেন চান্দু ও অভয়নগর বিভার কো-অর্ডিনেটর বিকাশ দেবাধিকারী।