মণিরামপুর উপজেলা নির্বাচন ৮ মে

প্রার্থীদের দৌড়ঝাপ থাকলেও ভোটারদের তেমন আগ্রহ নেই

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ মে , ২০২৪, ০৫:৪১:২৯ পিএম

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে । সময় বেশি না থাকায় তিন চেয়ারম্যান, চার ভাইস চেয়ারম্যান ও ৬ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। আগুনঝরা তাপ প্রবাহের মধ্যেও বিন্দুমাত্র বসে থাকার সুযোগ নেই প্রার্থীদের। রাত-দিন সমান যেন তাদের কাছে। তবে উপজেলা পরিষদের এ নির্বাচন নিয়ে প্রার্থীদের দৌড়ঝাপ থাকলেও ভোটারদের মাঠে তেমন উৎসাহ নেই। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন মোটরসাইকেল প্রতীক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু আনারাস প্রতীক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ছুটছেন ভোটারদের মাঝে। এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে ছাত্রনেতা সন্দীপ কুমার ঘোষ, মঞ্জুর আক্তার, শরিফুল ইসলাম এবং এসএম আব্দুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে খোঁজ-খবর নিয়ে জানাগেছে, প্রতিদ্বন্দ্বী এ চারপ্রার্থীর মধ্যে সন্দীপ কুমার ঘোষ এবং মঞ্জুর আক্তারের নাম ভোটারদের মুখে শোনা যাচ্ছে। এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আমেনা বেগম, জলি আক্তার, মাহবুবা ফেরদৌস পাপিয়া, মোছা জেসমিন, মোছা মাজেদা খাতুন ও সুরাইয়া বেগম।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস জানান, আশা করা হচ্ছে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারব। এ জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ১৬৫ কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। যার বুথ করা হয়েছে ৯৩১। নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের প্রস্তুত করা হয়েছে। অপেক্ষা শুধুমাত্র ৩ লাখ ৬০ হাজার ৭৩৫ ভোটারের প্রতিনিধি কে হচ্ছেন?