বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়ায় গণতন্ত্রের নির্ভীক মুখপাত্র ‘সাপ্তাহিক সেবা’ পত্রিকার সম্পাদক মন্ডলির সদস্য ও এগারোখান অঞ্চলে ‘১ বৈশাখ’ উদযাপনের প্রথম উদ্যেক্তা কমরেড সুকুমার দাস গগনের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জামদিয়া ইউনিয়নের বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে কমরেড সুকুমার দাস গগন-এর শোকসভা পালন কমিটি। এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহসভাপতি ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক।
শোকসভা পালন কমিটির আহ্বায়ক আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে এদিন আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান, কেন্দ্রীয় সহসভাপতি ও মাগুরা জেলা সভাপতি সুনীল কুমার সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রহিমা জামাল, জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট খুলনা জেলার সভাপতি আবুল হোসেন, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং শোকসভা পালন কমিটির সদস্য অশ্বিনী কুমার দাস ও প্রয়াতের সহ-ধর্মিনী স্নেহলতা রায়, গরিবের বন্ধু খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার কেপি সরকার, নড়াইল আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক পরিতোষ বাগচী, স্থানীয় স্কুল শিক্ষক বিমল অধিকারী, আইনজীবি রথীন্দ্রনাথ বিশ^াস, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের অধ্যাপক বিকাশ চন্দ্র আসবা, সহকারি অধ্যাপক রবিন্দ্রনাথ বিশ^াস প্রমুখ। এদিন গগন দাসের স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কিশোর গোস্বামী। অনুষ্ঠানটি পরিচালনা করেন শোকসভা পালন কমিটির সদস্য কামরুল হক লিকু।