যশোরে ১১ দিনব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব ও বৈশাখী মেলার সমাপনী

এখন সময়: সোমবার, ৬ মে , ২০২৪, ০৩:৩৮:৪৪ এম

 

নিজস্ব প্রতিবেদক : যশোর টাউন হল ময়দানে ১১ দিনব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব ও বৈশাখী মেলা শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ছিল সমপনী অনুষ্ঠান। এদিন সংক্ষিপ্ত আলোচনাসভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও ঐতিহাসিক যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা  মঞ্চায়িত হয়।

সাংস্কৃতিক পর্বে লোকগীতি ও তবলার লহড়া পরিবেশিত হয়। জেলা শিল্পকলা একাডেমি ও কেশবপুর শিশু একাডেমির শিল্পীরা তবলার লহড়া পরিবেশন করে। জেলার বিভিন্ন সংগঠনের জনপ্রিয় শিল্পীরা পরিবেশন করেন লোক সংগীত। তারা হলেন, মনজুর কাদের মঞ্জু, শাহজাহান, নুরুল ইসলাম ও রিপা।

আলোচনা সভায় মেলা উদ্যাপন পরিষদের আহবায়ক ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপরিচালক রফিকুল হাসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবীর। বক্তব্য রাখেন যশোর ইনস্টিটিউটের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার বাবু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু ও অ্যাডভোকেট বাসুদেব বিশ^াস। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী শাহেদ নওয়াজ ও দীপ্তি মিত্র। 

জেলা প্রশাসনের সহযোগিতায় এবং যশোর ইনস্টিটিউট ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের আয়োজনে গত ১৩ এপ্রিল মেলাটি শুরু হয়।