Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছার সেই সভাপতি আরশাদকে অব্যাহতি

এখন সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি , ২০২৫, ১২:৩৪:২৩ পিএম

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সেই পাইকগাছার রাড়ুলী ভূবন মোহনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরশাদ আলী বিশ্বাসকে অপসরণ করা হয়েছে। ৩ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যানের নির্দেশে বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

স্থানীয়রা জানান, ভূবন মোহনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে চ্যালেঞ্জ করে অভিভাবক হায়দার আলী ২০২২ সালের গত ৫ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। চলতি বছরের ১৩ জানুয়ারি জেলা শিক্ষা অফিসার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ৩ এপ্রিল শিক্ষাবোর্ড সভাপতি আরশাদ আলীকে অব্যাহতি প্রদান করে।

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি আরশাদ আলী বিশ্বাস শিক্ষা বোর্ডের গত ৭ মার্চ বিঅ-৬/৩৫ নং স্বারকপত্রে প্রেরিত পত্র অমান্য করায় প্রবিধানমালা-২০০৯ এর ৩৮ ধারামতে ম্যানেজিং কমিটির সভাপতি’র পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। একই সাথে প্রবিধানমালা-২০০৯ এর সংশোধনী ৮(৫) ধারামতে অবশিষ্ট মেয়াদে প্রিজাইডিং অফিসারকে পুনরায় সভাপতি নির্বাচন করার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে আরশাদ আলী বিশ্বাস বলেন, অব্যাহতি সম্পর্কে কিছু জানি না। আমি এখন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তবে বোর্ডের চিঠি পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ বলেন, সভাপতি পদ হতে আরশাদ আলীকে অব্যাহতি দেয়া হয়েছে বলে শুনেছি।

প্রসঙ্গত. আরশাদ আলী বিশ্বাস সভাপতি নির্বাচিত হওয়ার পর ২০২৩ সালের ৬ জুন নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক গৌতম ঘোষকে কান ধরে ওটা-বসা করানোসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন। প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা শিক্ষক সমিতি বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাসের বিরুদ্ধে সে সময় বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও আদালতে মামলা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)