Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় এমপি জুয়েলের

এখন সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর , ২০২৪, ১১:১৩:৩২ এম

 

খুলনা প্রতিনিধি: খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক নেতা ও পেশাজীবী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এমপি সেখ সালাহউদ্দিন জুয়েল। গত বৃহস্পতিবার রাতে এই মতবিনিময় সভা হয়।

এ সময় তিনি বলেন, সাংবাদিক জাতির বিবেক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে সাংবাদিকরা দেশ ও জাতির স্বার্থে কাজ করেন। রাষ্ট্র উপকৃত হয়। সে কারণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি। আর এই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন একমাত্র পেশাজীবী সাংবাদিকরাই করতে পারে। সুতরাং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সকল পেশাজীবী সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মতবিনিময় সভায় খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির আহবায়ক মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সদস্য সচিব বাবুল আক্তার, খুলনা সাংবাদিক্ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য কৌশিক দে বাপি, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুনীল দাস, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দৈনিক দেশ সংযোগের নির্বাহী সম্পাদক আবু নুরাইন খোন্দকার, বৈশাখী টিভির ব্যুরো প্রধান শেখ হেদায়েত উল্লাহ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মামুন, বাংলাদেশ সমাচারের খুলনা ব্যুরো প্রধান আমিরুল ইসলাম বাবু, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার  রুহুল আমিন, মোহনা টেলিভিশনের ক্যামেরাপার্সন মাহফুজুর আলম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)