কেশবপুরে কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ

এখন সময়: সোমবার, ৬ মে , ২০২৪, ০৬:৫৩:৫৮ পিএম

 

কেশবপুর প্রতিনিধি :  কেশবপুরে প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ওই বীজ এবং সার দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরনময় সরকার প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার পেয়ে কৃষকেরা খুশি প্রকাশ করেছেন।