রূপসা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জনগণের সেবা করাই শেখ হাসিনা সরকারের মূললক্ষ্য। দেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করে অর্থনৈতিক মুক্তি দিতে যা যা প্রয়োজন আওয়ামী লীগ সরকার সবই করে যাচ্ছে।
তিনি রোববার সকালে আইচগাতী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শেখ আনিছুর রহমান মিঠুর অর্থায়ন ও আয়োজনে মিল্কি দেয়াড়ার শেখ বাড়ী অনুষ্ঠিত ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। আইচগাতী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান মিঠুর সভাপতিত্বে ও সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সরদার আবুল কাশেম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক প্রমুখ।