রূপসা প্রতিনিধি : রূপসা প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার রূপসা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান। ক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী ও সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব প্রমুখ।