রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে ‘এমভি আনকা সান’

এখন সময়: রবিবার, ২৮ এপ্রিল , ২০২৪, ০৫:২৭:০৯ এম

 

বাগেরহাট প্রতিনিধি : পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ হাজার ২২ মেট্রিক টন বিভিন্ন ধরনের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে নোঙর করেছে ‘এমভি আনকা সান’ নামে বেনুটা’র পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ। বুধবার  সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করার পর দুপুর থেকে বিদেশী এই জাহাজটি থেকে পণ্য খালাস কাজ শুরু হয়েছে। জাহাজটি গত ১২ ফেব্রুয়ারি রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।

এমভি আনকা সান নামের বেনুটা’র পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স কনভেয়ার শিপিংয়ের কর্মকর্তা সাধন কুমার জানান, জাহাজটি গত ১২ ফেব্রুয়ারি রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৭১০ প্যাকেজের ১ হাজার ২২ মেট্রিক টন বিভিন্ন ধরনের মেশিনারিজ পণ্য মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার সকালে জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করার পর দুপুরে পণ্য খালাস কাজ শুরু হয়েছে। দুইদিন ধরে এসব পণ্য খালাসের পর সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।