Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিকরগাছায় কোরআন খতম ও ইফতার

এখন সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি , ২০২৫, ১২:৫৯:৪০ পিএম

 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা তাঁতী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে এই আয়োজন করা হয়। এ সময় কোরআন খতম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্য ও ঝিকরগাছার প্রয়াত সকল আওয়ামী লীগ নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া আলোকিত পথ নৈশ বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা যুবলীগের সদস্য তাজ উদ্দীন, জাফিরুল হক, আব্দুল বারিক, শাহেদুর রহমান শিপলু, জুলফিকার আলী ভুট্টো, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ, পৌর যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর একরামুল হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য ও নবনির্বাচিত গদখালী ইউপি চেয়ারম্যান প্রিন্স আহাম্মেদ, যুবলীগ নেতা ফারুক হোসেন, উপজেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক প্রমুখ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)