Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছার গদখালী ইউপি উপনির্বাচনে প্রিন্স আহম্মেদ চেয়ারম্যান নির্বাচিত

এখন সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর , ২০২৪, ১০:৪৭:৩১ এম

 

এম আলমগীর,ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে প্রিন্স আহম্মেদ (আনারস প্রতীক) ৭ হাজার ৮শত ৭৫ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগ নেতা অধ্যাপক আশরাফ উদ্দিন। তিনি পেয়েছেন ৩হাজার একশত ৯ ভোট। এছাড়া মোটরসাইকেল প্রতীক সাইফুর রহমান সাইফ পেয়েছেন এক হাজার একশত ২৭ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া চশমা প্রতীক ইমামুল হোসেন ১২৬ ভোট ও টেলিফোন প্রতীক আবুল কালাম আজাদ ৪৮ ভোট। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, ইউনিয়নে ২৩ হাজার একশত ৬৩ জন ভোটারের মধ্যে ১২হাজার ৪শত ৭৬জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১শত ৭ভোট বাতিল হয়েছে। ভোট শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচনী ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ। গত ৭নভেম্বর গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)